Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নতুন ভোটার এর আবেদন

যাদের জন্ম সাল ০১.০১.২০০৬ বা তার পূর্বে শুধুমাত্র তারা অফিসে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

 

নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র- 

১। অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি

২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)

৩। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র

৪। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (বিবাহিতদের ক্ষেত্রে)

৫। কাবিননামা (বিবাহিতদের ক্ষেত্রে)

৬।  নাগরিকত্ব সনদ

৭। বিদ্যুৎ বিল (যার নামে বিদ্যুৎ বিল তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি)

৮। চৌকিদারী ট্যাক্সের সনদ(যার নামে চৌকিদারি ট্যাক্স তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি)

৯। পূর্বে কখনো ভোটার হন নি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন।

১০। সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ।

১১। AFIS যাচাই প্রত্যয়ন (যদি কারও জন্ম সাল ০১.০১.২০০৪ বা তার পূর্বে হয়)

(AFIS যাচাই করার জন্য জেলা নির্বাচন অফিস নওগাঁ এর দ্বিতীয় তলায় যোগাযোগ করতে হবে।)

...............................................................................................................

www.services.nidw.gov.bd এই লিংকে গিয়ে নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে হবে। এরপর পুরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। নতুন ভোটার নিবন্ধন প্রিন্টেড অনলাইন ফরমের ক্রমিক ৩৪,৩৫ এ পিতা/মাতা/স্বামীর আইডি নং ও স্বাক্ষর এবং ক্রমিক ৪০,৪১,৪২ এ চেয়ারম্যান/মেম্বারের নাম, আইডি নং এবং স্বাক্ষর ও সিল দিতে হবে। এরপর এস এম এস পাওয়ার পর অফিসে এসে বায়োমেট্রিক আপডেট করতে হবে।