Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
To get Service from Upazila Election Office:
Details

জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য বা ডুপ্লিকেট জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির জন্য কিংবা অন্য কোন সেবা প্রাপ্তির জন্য স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করুন। নিজে দুর্ণীতিমুক্ত থাকুন এবং অন্যকে দুর্ণীতিমুক্ত থাকতে সহায়তা করুন। উপজেলা নির্বাচন অফিস, মান্দা, নওগাঁয় কোন প্রকার অবৈধ লেনদেন হয় না। কেউ অবৈধ অর্থ দাবি করলে সাথে সাথে কর্মকর্তাকে জানান। সেবা প্রাপ্তির জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন নির্ধারিত ফি ও সে মোতাবেক ভ্যাট ট্রেজারী চালানের মাধ্যমে সরাসরি সোনালী ব্যাংকে জমা করুন এবং ব্যাংক থেকে প্রাপ্ত চালানের কপি আবেদনের সাথে যুক্ত করে অফিসে জমা দিন। কোন মাধ্যম বা দালাল ধরবেন না।  এ অফিসে সেবা প্রাপ্তির জন্য কারও সুপারিশের প্রয়োজন নেই। অকারণে ফোন বা মোবাইলে সুপারিশ করে সেবা প্রদান কার্যক্রম ব্যাহত করবেন না।

Attachments
Publish Date
30/01/2020
Archieve Date
30/01/2020